” বি পজিটিভ ” সংস্থার সমাজসেবা ও সাহিত্যচর্চায় মেতে উঠলো খড়িমাটি

SATYAM NEWS

বর্ষা মঙ্গলে মাতৃ আবাহন গুনীর গুনাবলী শিশুদের কলকাকলি কে আশির্বাদ স্বরুপ নিয়ে ” বি পজিটিভ ” ১৭ ই জুলাই বাঙ্গুর সুইমিং পুল লাগোয়া খড়িমাটি নামাঙ্কিত মঞ্চে বহুগুনীজনের মাঝে সুরভী চ্যাটার্জী কে যেমন সম্মাননা প্রদান করার সাথে ” বি পজিটিভ “এর কবিতা ও অনুগল্প সংকলন মেঘচ্ছায়া তার হাতে তুলে দিয়ে গর্বিত হয়েছে, ঠিক তেমনি আদিবাসী নারীদের একই মঞ্চে এনে মাতৃ আবাহন এর প্রাক মূহুর্তে বরন করে নিল, তারা একই সঙ্গে পরিবেশন করলেন রাঢ় বাংলার রুখা মাটির ঝুমুর নৃত্য ও ঢাক বাদ্য, এ এক অনবদ্য মিশেল পরিবেশন যারা সামনে থেকে মননে গ্ৰহন করলেন, তারা হলেন চিত্র পরিচালক পলাশ বৈরাগী তৃতীয় লিঙ্গের সংগঠন তৃতীয় মঞ্জীলের কর্ণধার রাগিনী রাহি রায় পল্লিকবি কুমুদ রঞ্জন মল্লিকের সুযোগ্যা নাতনি মহাশ্বেতা ব্যানার্জী।

বি পজিটিভ এর কর্ণধার বিপ্লব বড়ুয়া বলেন আজ যেমন পিছিয়ে পরা আদিবাসী নারীদের সনির্ভরতার লক্ষ্যে মঞ্চে তাদের ঝুমুর নৃত্যের ছন্দে ঢাকের বাদ্যির মিশেল পরিবেশিত হয়েছে ঠিক তেমনি তৃতীয় লিঙ্গের মানুষদের মূল স্রোতে মিশিয়ে দিতে তাদের কথা মঞ্চে তাদের ই মুখথেকে শুনেছেন বহু গুনীজন, সম্মানিত হয়েছেন সকলেই, এভাবেই ” বি পজিটিভ ” সমাজসেবা সাহিত্যচর্চা ও পিছিয়ে পরা মানুষ দের জন্য কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *